আমরা কারা?
আমি বিশ্বাস করি, একদম সাধারণ কেউ যদি বিজনেস শুরু করেন, তিনিও সফল বিজনেসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। এটার জন্য প্রয়োজন সঠিক জ্ঞান এবং সঠিক দিকনির্দেশনা। বাংলাদেশের মত ছোট একটা দেশে এত সংখ্যক মানুষ সবারই চাকরী পাওয়া সম্ভব নয়, একটা বড় অংশকে উদ্যোক্তা হতে হবে। কিন্তু চাইলেই কি হওয়া যায়? আমরা জানি এটা কতটা কঠিন যদি আপনি নিজেকে এসব বিষয়ে এডুকেট না করেন। সেই চিন্তা থেকেই ব্যবসাপাঠ এর পথচলা শুরু। ব্যবসাপাঠ এমন প্ল্যাটফর্ম, যেখানে নতুন উদ্যোক্তা এবং ব্যবসা শুরু করতে আগ্রহী সবাইকে প্রাকটিক্যাল এবং ইফেক্টিভ বিজনেস শিখতে ইনস্পায়ারেশন খুজেঁ পাবে।
আমাদের মিশন
আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষই তার মধ্যে সম্ভাবনার এক বিশাল ভাণ্ডার ধারণ করে। ব্যবসাপাঠ সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলার একটি প্রয়াস। আমাদের লক্ষ্য শুধুমাত্র বড় শহরগুলোতেই নয়, বরং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও উদ্যোক্তা তৈরি করা। আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছি, যেখানে যে কেউ, যে কোনো জায়গা থেকে, সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় স্কিল শিখে নিজের স্বপ্নের ব্যবসা শুরু করতে পারে। শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের এই যাত্রায় আমরা প্রতিটি উদ্যোক্তার পাশে আছি। ব্যবসাপাঠ শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি মিশন—বাংলাদেশের প্রতিটি অঞ্চলে স্বাবলম্বী, আত্মবিশ্বাসী এবং দক্ষ উদ্যোক্তা তৈরি করার মিশন। আমরা স্বপ্ন দেখি এমন একটি বাংলাদেশের, যেখানে প্রতিটি গ্রাম হবে উদ্যোক্তার গল্পে সমৃদ্ধ।